
শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলার বোলপুরে ফের চাঞ্চল্যকর ঘটনা। পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী ক্যানেলপাড় এলাকায় বুধবার সকালে পুকুরপাড়ের একটি মাচার উপর থেকে উদ্ধার হয় স্থানীয় যুবক রোহিত সাউ-এর মৃতদেহ। আচমকা এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর ক্ষোভের কেন্দ্রবিন্দুতে চলে আসে দোয়েল দাস নামে এক মহিলা ও তাঁর পরিবার। অভিযোগ ওঠে খুনের নেপথ্যে রয়েছে দোয়েল দাস ও তাঁর পরিবারের হাত। স্থানীয়রা দোয়েল দাস ও তাঁর পরিবারকে কড়া শাস্তির দাবিতে সরব হন। জনরোষের মুখে পড়ে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় বোলপুর থানার পুলিশকে। পরে পুলিশের হস্তক্ষেপে দোয়েল দাস সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, রোহিত সাউ-এর মৃত্যু আসলে আত্মহত্যা নাকি খুন— তা স্পষ্ট করতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থেকে তিন সদস্যের এক ফরেনসিক প্রতিনিধি দল। বোলপুর থানার তদন্তকারী অফিসারদের সঙ্গে নিয়ে তারা ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি অভিযুক্তদের বাড়িতেও গিয়ে তল্লাশি চালান ফরেনসিক টিম। সেখান থেকেও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ক্যামেরাবন্দি করেন তদন্তকারীরা। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে দ্রুত রিপোর্ট পেশ করার চেষ্টা চালাচ্ছেন।
