ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা পত্র পেলেন বীরভূমের তাঁতীপাড়ার শিল্পী সৌমজিৎ দত্ত

শম্ভুনাথ সেনঃ

ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে এক অনন্য অনুভূতির কথা জানিয়েছে বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামের বড়কালীতলা পাড়ার বাসিন্দা সৌমজিৎ দত্ত। সে তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র। সৌমজিৎ দত্তের ছবি আঁকার প্রতিভা দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। উল্লেখ্য, সৌমজিৎ দত্ত একজন অঙ্কন শিল্পী। ভারতের প্রধানমন্ত্রীর প্রয়াত মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সে বাড়িতে বসে প্রধানমন্ত্রীর মায়ের একটি ছবি আঁকে। সম্প্রতি দুর্গাপুরে এক জনসভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় সৌমজিৎ এর আঁকা ঐ ছবিটি তার মামার হাত দিয়ে নরেন্দ্র মোদির কাছে পৌঁছে যায়। প্রধানমন্ত্রী তাঁর প্রয়াত মায়ের এত সুন্দর একটি ছবি পেয়ে আপ্লুত হন। দশম শ্রেণীর ছাত্রের এই প্রতিভার জন্যই প্রধানমন্ত্রী তাকে এই শংসাপত্র পাঠিয়েছেন। কদিন আগে প্রধানমন্ত্রীর দিল্লির দপ্তর থেকে বীরভূমের তাঁতিপাড়ার সৌমজিৎ দত্তের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। অবশেষে সৌমজিৎ এর বাড়ির ঠিকানায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পত্র ডাক মারফত তার হাতে এসে পৌঁছেছে। স্বভাবতই দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের শংসাপত্র পেয়ে সৌমজিৎ সহ তার পরিবারের সকলে যথেষ্ট খুশি ও গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *