ঐতিহ্যের পথ ধরে বীরভূমের রাজনগরের মা বেলেড়া মন্দিরে শুরু হয়েছে দুর্গাপ্রতিমা গড়ার কাজ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রাজনগর ব্লকের বেলেড়া গ্রামে কত বছরের প্রাচীন এই দুর্গাপুজো তা সঠিকভাবে কেউ বলতে পারেনি। শিকদার পরিবার বা চক্রবর্তী পরিবারের সদস্যদেরও তা অজানা। তবে জনশ্রুতি এই পুজো অন্তত ৫৫০ বছরের পুরোনো। বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের “বেলেড়া” গ্রামে শিকদার পরিবারের পারিবারিক দুর্গাপুজো এখন সর্বজনীন রূপ নিয়েছ।


মা বেলেড়া মন্দিরের দুর্গাপূজা তাই শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এক ঐতিহ্য, এক আবেগ, এক গর্ব—যা বেলেড়া গ্রামকে প্রতি বছর আলোকিত করে তোলে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর মাত্র ২৫ দিন। ঐতিহ্যবাহী মা বেলেড়া মন্দিরের দুর্গাপূজা উপলক্ষে মাতৃ প্রতিমা তৈরির কাজ চলছে জোড় কদমে।


কাদামাটি ও খড় দিয়ে শিল্পীদের যত্নশীল হাতে ধীরে ধীরে রূপ পাচ্ছেন মহামায়া। স্থানীয় গ্রামবাসীরাও প্রতিমা গড়ার এই শুভ কাজে শিল্পীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন। প্রতিবছরের মতো এবারও সেই পুরোনো ঐতিহ্যকে সঙ্গী করে গ্রামবাসীদের মধ্যে শুরু হয়েছে আগাম আনন্দ ও উচ্ছ্বাস। পূজার দিনগুলোতে মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্ত-পুন্যার্থীর ভিড় হবে বলে আশা করছেন আয়োজকরা। চিরাচরিত প্রথায় এবারেও বসবে গ্রামীণ মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *