
সেখ রিয়াজুদ্দিনঃ
বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে নিপীড়ন আর বিভাজনের রাজনীতির প্রতিবাদ। সকল শূন্য পদের স্থায়ী নিয়োগের দাবি। মদ ও মাদকদ্রব্য-অশ্লীলতা প্রসারের বিরুদ্ধে ২ থেকে ৯ সেপ্টেম্বর রাজ্য জুড়ে যুব বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয় এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির যুব সংগঠন এ আই ডি ওয়াই ও পক্ষ থেকে। সেই প্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর বুধবার সংগঠনের বীরভূম জেলা কমিটির আহ্বানে রামপুরহাট শহরে যুব বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে নেতৃত্বের বক্তব্য স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে বেকার যুবকদের সংখ্যার হার আজ সর্বোচ্চ। কাজের আশায় হাজার হাজার যুবক আজ পরিযায়ী শ্রমিকে পরিনত। সেখানে গিয়েও জীবন – জীবিকার কোন নিশ্চয়তা নেই। বাংলা ভাষা বললেই ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দিচ্ছে। এছাড়াও রাজগ্রাম এলাকায় পাথর খাদান শিল্প কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। এখানে শত শত যুবক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে, তারাও কাজ হারাতে বসেছে। যার প্রেক্ষিতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে। অন্যদিকে মদ ও মাদকদ্রব্য তার সাথে যুক্ত হয়েছে অশ্লীল পর্নোগ্রাফি, জুয়া, অনলাইন লটারি যা যৌবনকে যৌনসর্বস্ব ক্লীবত্বে পরিণত করছে। যার ফলে বাড়ছে অপরাধ প্রবণতা, পারিবারিক অশান্তি, নারী ধর্ষণ, খুন, নারী ও শিশু পাচারের মত ঘৃণ্য ঘটনা। সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যুব বিক্ষোভ মিছিল প্রদর্শন বলে সংগঠন সূত্রে জানা যায়। এদিন বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যুব সংগঠনের রাজ্য কমিটির সদস্য সেলিম মল্লিক,জেলা সম্পাদক সেমিম আখতার ও জেলা সভাপতি হেমন্ত রবিদাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।