মিড ডে মিলের সবজি সরবরাহ নিয়ে শিক্ষক ও প্রোডিউসার কোম্পানিদের নিয়ে আলোচনা সভা খয়রাসোল ব্লকে

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলা শাসকের এক নতুন পদক্ষেপ মিড ডে মিলের সবজি সরবরাহ নিয়ে। এক নির্দেশিকা অনুযায়ী জেলার বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিলের সবজি সরবরাহ করার ক্ষেত্রে ফার্মাস প্রোডিউসার কোম্পানির সাথে বিদ্যালয় গুলোকে যুক্ত করা। সেই প্রেক্ষিতে এদিন বৃহস্পতিবার খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এলাকার চারটি পঞ্চায়েতের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ২৪ টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সহ ৯ টি প্রোডিউসার কোম্পানির প্রতিনিধিদের নিয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চাষীর মাঠ থেকে সরাসরি বিদ্যালয়গুলিতে সবজি সরবরাহ করবে প্রোডিউসার কোম্পানি। যার ফলে সবজির গুনগত মান যেমন ভালো পাওয়া যাবে পাশাপাশি চাষীরাও তেমন উপকৃত হবে। মধ্যেখানে ফড়েদের হাত থেকে রেহাই পাবে। এতে স্কুল কর্তৃপক্ষ, প্রোডিউসার কোম্পানি উপকৃত হবে। গুনগতমান যেন বজায় থাকে সেক্ষেত্রে কোনো সমঝোতা চলবে না। উল্লেখ্য ইতিপূর্বে রূপুষপুর পঞ্চায়েতের ৯ টি বিদ্যালয়ে পরীক্ষামূলক ভাবে শুরু করা হয়েছে। আজকে আরো চারটি পঞ্চায়েতের ২৪ টি বিদ্যালয়ে শুরুর বিষয়ে আলোচনা হয় বলে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলী। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলী ,খয়রাশোল দুটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম ও আশিস মাহাতো, খয়রাসোল ব্লক কৃষি আধিকারিক সুরজিৎ গড়াই প্রমুখ ব্যাক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *