বীরভূমের দুবরাজপুরে উদযাপিত হল “শিক্ষক দিবস-২০২৫”

শম্ভুনাথ সেন

বীরভূমের দুবরাজপুর পুরসভার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আজ ৬ সেপ্টেম্বর সাড়ম্বরে উদযাপিত হল “শিক্ষক দিবস”। উল্লেখ্য, ১৯৬২ সাল থেকে প্রতি বছর স্বাধীন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রখ্যাত দার্শনিক, অধ্যাপক, ভারতরত্ন, ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন হয়ে আসছে। ১৮৮৮ খ্রীষ্টাব্দের ৫ সেপ্টেম্বর তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষকদের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে তিনি উৎসর্গ করেন। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আজ ৬ সেপ্টেম্বর দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌরসভাকক্ষে সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস।
এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। মুখকথা পরিবেশন করেন উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুন কুমার চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলরগণ। এদিন পুর এলাকার ৭৫ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী পড়ুয়াদের হাতে শংসাপত্র সহ রৌপ্য পদক প্রদান করা হয়। তাছাড়াও ১১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাকে দেওয়া হয় স্মারক সম্মাননা ও শংসাপত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *