
শম্ভুনাথ সেনঃ
৯ বছর পর রাজ্যে হল স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে বীরভূমের সিউড়ি, রামপুরহাট, বোলপুর এই ৩ মহকুমার বিভিন্ন স্কুলে গড়ে তোলা হয়েছে পরীক্ষা গ্রহণ কেন্দ্র। এবার বীরভূমে মোট পরীক্ষার্থীর সংখ্যা তেরো হাজারের কিছু বেশি। জেলায় ২৮ টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র নেওয়া হয় পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, বুকে কালো ব্যাজ পড়ে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিলেন যোগ্যদের তালিকায় থাকা এক শিক্ষিকা পায়েল দত্ত। তিনি মুর্শিদাবাদের খড়গ্রাম হাইস্কুলের গণিত বিষয়ের শিক্ষিকা। তার বাড়ি বীরভূমের রামপুরহাটে। এদিন তিনি পরীক্ষা দিলেন বীরভূমের রামপুরহাট গার্লস হাইস্কুলে। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়েই সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ছ’বছর চাকরি করার পর আবার আমাদের চাকরী পাওয়ার জন্য পরীক্ষা দিতে হলো। তবে আমরা আইনি লড়াই এখনো পর্যন্ত ছাড়িনি। আমরা আবার সুপ্রীম কোর্টের দ্বারস্থ হবো। আমরা এখনো পর্যন্ত লড়াই জারি রেখেছি। তাই বুকে কালো ব্যাজ পড়ে পরীক্ষা দিলাম।
