
শম্ভুনাথ সেনঃ
দুর্গোৎসব দোড়গোড়ায়! মাঠে-ঘাটে কাশফুল জানান দিচ্ছে মায়ের আগমন বার্তা। তেমন সময়ে ৭ সেপ্টেম্বর শরৎ সকালে সাড়ম্বরে বীরভূমের মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে “উন্মনা” সাহিত্য পত্রিকার দ্বাদশ বর্ষের ২৯ তম শারদ সংখ্যা প্রকাশিত হয়। এবার এই সংখ্যায় ১৯৭ জন লেখক ও চিত্র শিল্পীর সৃষ্টিতে সুসজ্জিত বলে জানিয়েছেন পত্রিকার সম্পাদক কবি ভারতী ধর। সুন্দর প্রচ্ছদ নির্মাণ করেছেন শিল্পী দেবশ্রী ধর। প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক, কমিকস ছোটদের বিভাগ সকলের প্রশংসা কুড়িয়েছে। এদিন এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক, গবেষক ও বিশিষ্ট সাহিত্য সাধক ড. বাদল সাহা, ড. চৈতন্য বিশ্বাস, ড. পার্থসারথি মুখোপাধ্যায়, সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ড.তুষার কান্তি মজুমদার, ড. দীপিকা মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রণব কুমার চট্টোপাধ্যায়, তুষার কান্তি মজুমদার ও বিনয় হাজরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাহিত্যিক তানজিলাল সিদ্দিকি।
