
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি ২ নাম্বার ব্লকের কুলেড়া প্রাথমিক বিদ্যালয় নিম্নমানের মিড ডে মিলের প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবক থেকে রন্ধনকর্মীরা। নিম্নমানের এবং দুর্গন্ধযুক্ত খাবার তৈরি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গ্রামে। গতকাল ৬ সেপ্টেম্বর এই স্কুলে মিড ডে মিলে খাবার বলতে খিঁচুড়ি আর কুমড়োর তরকারি দেওয়া হয়। গ্রামবাসীদের দাবি বর্তমান প্রধান শিক্ষকের সময়ে মিড ডে মিলের খাবার নিম্নমানের হয়েছে। আগের যে শিক্ষিকা দায়িত্বে ছিলেন তার সময়ে কোন অভিযোগ ছিল না।

এই প্রধান শিক্ষক বিকাশ চক্রবর্তী আসার পর থেকেই খাবারের মান নিয়ে প্রশ্ন উঠছে। এমন অভিযোগ এনেছেন স্কুলের রান্নার দায়িত্বে থাকা মহিলারা। অভিযোগ নিয়ে বাক বিতন্ডার পর প্রধান শিক্ষকের ঘরের মধ্যে তাকে দরজা আটকে রাখা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিউড়ি থানার পুলিশ। প্রধান শিক্ষকের ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করেন। শেষ পর্যন্ত শিক্ষক, অভিভাবক ও রান্নার কর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি মীমাংসা করা হয়।
