
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়কে, জাতীয় পতাকা হাতে পথ আটকে বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের। উল্লেখ্য, উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা মল্লারপুরের বুকের উপর দিয়ে যাওয়া এই ১৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা। আজ ১১ সেপ্টেম্বর, মল্লারপুর থানার বাহিনা মোড়ে স্থানীয় ব্যবসায়ীরা রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মল্লারপুর থানার পুলিশ। তাদের সঙ্গে কথা বলার পর শেষ পর্যন্ত পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল হয়ে পড়ে রয়েছে। কোনোরকম মেরামতি হয়নি। সড়কের বেহাল অবস্থার জন্য দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। ধুলোয় ভরে যাচ্ছে গোটা এলাকা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই তাদের এই অবরোধ বলে জানা গেছে। খুব শীঘ্রই সংস্কার না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে বিক্ষোভকারীরা জানান।
