
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তদন্তে আরও সক্রিয় হলো ইডি। আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার বীরভূম জেলার মুরারই কৃষি দপ্তরের হানা দেয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, জমি কেনাবেচা ও ধান বিক্রির টাকার লেনদেন নিয়ে এদিন একাধিক নথি খুঁটিয়ে দেখা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে খবর আগামীকাল শনিবার আদালতে হাজির করানো হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। তাঁদের তরফে মন্ত্রীকে হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হবে বলে জানা গেছে। ফলে এই মামলার তদন্ত আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে। আগামীকালের আদালতের নির্দেশের দিকে তাকিয়ে এখন সকলেই।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম