
উত্তম মণ্ডলঃ
বালি, বেহাল রাস্তা, জল জীবন মিশন, আবাস যোজনায় স্বজন পোষণ, জমির পাট্টা নিয়ে বেনিয়মের একাধিক অভিযোগ তুলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে আজ রাজনগর ব্লক ও ভূমি দপ্তরে ডেপুটেশন দিল রাজনগর বিজেপি। মিছিল ও গেট মিটিং শেষে জমা দেওয়া হয় ডেপুটেশন। উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি উত্তম রজক, কৃষ্ণকান্ত সাহা, জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই, জেলা সম্পাদক অনুপ গড়াই, বংশীধর মালি, জয়ন্ত আচার্য, শ্যামল গোস্বামী, সিউড়ি টু ও সিউড়ি ৩ মন্ডল সভাপতি সুমিত দত্ত ও ধনঞ্জয় দাস থেকে সিউড়ি বিধানসভা সিউড়ি ২ ও সিউড়ি ৩ মন্ডল নেতৃত্ব।
