
শম্ভুনাথ সেনঃ
আবারও বীরভূম জেলা পুলিশের সাফল্য। গত ৭ সেপ্টেম্বর থেকে দুই নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বোলপুর পুলিশ চারিদিকে খোঁজ খবর রাখতে শুরু করেন। গত ২২ সেপ্টেম্বর বোলপুর পুলিশের তৎপরতায় ওই দুই নাবালিকার সন্ধান পাওয়া যায় বাঁকুড়া জেলার সোনামুখীতে। সেখান থেকে বোলপুর পুলিশের সহযোগিতায় বোলপুরে ফিরিয়ে আনা হয় ওই দুই নাবালিকাকে। বোলপুর পুলিশের এই ভূমিকায় পরিবারের লোকজনেরা পেয়েছেন স্বস্তির নিঃশ্বাস।