
শম্ভুনাথ সেনঃ
সমাজে মূলস্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে সরকারি নানা উদ্যোগ।ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দপ্তরের সহযোগিতায়, বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের “কাহিনগর দিশারী ওয়েলফেয়ার সোসাইটির” উদ্যোগ ও ব্যবস্থাপনায় ২৩ সেপ্টেম্বর এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় তাদের সহায়ক সরঞ্জাম। মুরারই এক নম্বর ব্লকের মুক্তমঞ্চে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন প্রযুক্তিতে তৈরি হাত, পা ইত্যাদি সহায়ক সরঞ্জামগুলি।
উল্লেখ্য, গত একমাস আগেই কাহিনগর এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদের নিয়ে চিকিৎসকদের উপস্থিতিতে একটি চিহ্নিতকরণ শিবির অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাপক যোগ্য ব্যক্তিদের নাম নির্ধারণ হয়। ২৩ সেপ্টেম্বর এই সহায়ক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই এক নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী, মুরারই থানার আই.সি শামসের আলী, মুরারই পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেখ আফতাব আহমেদ সহ এলাকার বিশিষ্ট শুভানুধ্যায়ীরা। এমন সাধু উদ্যোগ ও শুভ প্রয়াসকে স্বাগত জানিয়েছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন স্থানীয় মানুষজন৷ বিশেষভাবে সক্ষম এমন উপকৃত ব্যক্তিরা তাদের সহায়ক সরঞ্জাম পেয়ে খুশি ব্যক্ত করেন। এদিন অন্তত ৩৯ জন মানুষের হাতে এই সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হয়। এই সহায়ক সরঞ্জাম কেনার জন্য ব্যয় হয়েছে মোট ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন কাহিনগর দিশারী ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মোহাম্মদ আব্দুল হাফিজ।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম