
শম্ভুনাথ সেনঃ
রাজ্যস্তর “জুডো” প্রতিযোগিতায় বীরভূমের মুখ উজ্জ্বল করলো বীরভূমের এক ছাত্রী রিমি দাস। ২৩-২৫ সেপ্টেম্বর কলকাতার সাঁতরাগাছি কেদারনাথ হাইস্কুলে অনুষ্ঠিত ৬৯ তম রাজ্য স্কুল গেমস প্রতিযোগিতায় বীরভূম থেকে সে প্রথম হয়েছে। অনুর্ধ ১৭ বিভাগের এই প্রতিযোগি রিমি দাস বীরভূমের লাভপুর ব্লকের কাপাসটিকুড়ি শ্রীশ্রী কংকালীমাতা বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্রী। তার এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন। আগামী দিনে বীরভূমের গর্ব রিমি দাস জাতীয় স্তর প্রতিযোগিতায় (National Championship) অংশ নেবে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে তাঁর যাত্রা নিশ্চিত হয়েছে। বীরভূমের মানুষের আশা, রিমি আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য আনবে। উল্লেখ্য, বীরভূমের বুকে বোলপুর শান্তিনিকেতনেই এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বিশ্বভারতীতে প্রথম জুডো শেখানোর ব্যবস্থা করা হয়েছিল। আজ সেই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বীরভূমের রিমি।