
শম্ভুনাথ সেনঃ
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি পেলেন বীরভূমের বোলপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর জামিন বহাল রাখল বিশেষ ইডি আদালত। গতকাল রাজ্যের মন্ত্রীকে হেফাজতে চেয়ে ইডি যে আবেদন করেছিল, তা খারিজ করে দেন বিচারক শুভেন্দু সাহা। তবে ২৬-২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারবেন রাজ্যের কারামন্ত্রীকে। তবে তাঁর বিরুদ্ধে অবশ্য কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। বিকেল ৫ টার আগে ছেড়ে দিতে হবে। সেই মতো আজ ২৫ সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজিরা দেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
