
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের সুখবাজার “পুষ্পাঞ্জলি” মৃত শিল্পালয় অন্তত ৫০ বছর ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিমা নির্মাণ করে আসছে।হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে প্রবল বৃষ্টি মৃৎ শিল্পীদের বেশ বিপাকে ফেলে দিয়েছে। পুষ্পাঞ্জলি মৃত শিল্পালয়ের কর্ণধার কালিপদ পাল জানান, নিম্নচাপের বৃষ্টি জেরে বীরভূম সহ ইলামবাজারেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে। না শুকাচ্ছে মাটি না শুকাচ্ছে ঠাকুর! তাই ঠাকুরের রং করা নিয়ে বিপত্তি বাড়ছে। নিম্ন চাপের বৃষ্টি এবার যেন মৃৎশিল্পীদের প্রতিমা নির্মাণে বাধা হয়ে দাঁড়িয়েছে। মৃৎ শিল্পীদের কপালে তাই চিন্তার ভাঁজ। কিভাবে তারা নির্ধারিত দিন ও সময়ে ঠাকুর তৈরি করা শেষ করতে পারবে, সেই ভাবনা তাদের কুরে কুরে খাচ্ছে।অপরদিকে ঠাকুর তৈরীর নানা উপাদান, ব্যবহারযোগ্য রং, তুলি, কাপড় ইত্যাদি জিনিসপত্রের লাগাম ছাড়া দাম। তাই এবছর লাভের মুখ খুব একটা দেখা যাবে না বলে আক্ষেপ শিল্পীদের।