বীরভূমের কড়িধ্যা যদু রায় হাইস্কুলে “আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস” উদযাপন

শম্ভুনাথ সেনঃ

২৩ সেপ্টেম্বর দিনটি International Day of Sign Languages বা “আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস” হিসেবে চিহ্নিত। রাষ্ট্রসংঘ বধির মানুষদের অধিকার রক্ষায় ও সাংকেতিক ভাষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ২৩ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। এই বছরের থিম হল “সাংকেতিক ভাষার অধিকার ছাড়া মানবাধিকার নেই”। এই দিনটি বধির সম্প্রদায়ের কাছে সাংকেতিক ভাষার গুরুত্ব তুলে ধরতে এবং তাদের সমাজে অন্তর্ভুক্তি ও যোগাযোগ সহজ করা যায় সেজন্যই দিনটি পালন করা হয়। বধির, শ্রবণ ও দৃষ্টিহীন সম্প্রদায়ের মধ্যে ব্যবধান কমানোর উদ্দেশ্যে তথা যোগাযোগের সব ধরনের মাধ্যমের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এবং তথ্য ও যোগাযোগে সকলের জন্য গুরুত্বের উপর জোর দেওয়ার লক্ষে এই দিনটি বীরভূমের কড়িধ্যা যদু রায় মেমোরিয়াল & পাবলিক ইন্সটিউশনে মহা গুরুত্ব সহকারে পালন করা হয়। এই উপলক্ষে দিনটির তাৎপর্য ব্যাখ্যা এবং ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্যুইজ এ অংশগ্রহণকারী সকলের হাতে তুলে দেওয়া হয় উপহার। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের অংকের শিক্ষক মহেন্দ্রনাথ পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *