১০০ টি নামিদামি মোবাইল ও দুটি কার্তুজ সহ একটি দেশি পিস্তল উদ্ধার সাথে ধৃত একব্যক্তি, খয়রাশোল থানায়

সেখ রিয়াজুদ্দিনঃ

পুজোর প্রাক্কালে বীরভূম জেলা পুলিশের বড়সড় সাফল্য। শুক্রবার ভোর রাতে খয়রাশোল থানার ওসি সেখ কাবুল আলী গোপন সূত্রে খবর পান যে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকার মধ্যে দিয়ে চারচাকা সহযোগে সন্দেহভাজন একটি গাড়ি খয়রাশোল অভিমুখে রওনা হয়েছে। যার কাছে বেশ কিছু দামি মোবাইল সহ আগ্নেয়াস্ত্র রয়েছে। পুলিশ তড়িঘড়ি পাঁচড়া ভীমগড় এলাকায় টহলরত পুলিশের মোবাইল ভ্যান সহ বিশেষ ফোর্স দিয়ে নাকা চেকিং শুরু করেন এলাকায়। কিছুক্ষণ পরেই রানীগঞ্জ মোড় গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর পাঁচড়া মোড় এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে কাঁধে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ। ব্যাগের মধ্যে থেকে প্রায় বিভিন্ন নামিদামি কোম্পানির ১০০ টি মোবাইল সাথে দুরাউন্ড কার্তুজ সহ একটি দেশি পিস্তল। পুলিশ সেগুলো বাজেয়াপ্ত করে এবং ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে ধৃত ব্যাক্তি মালদা জেলার কালিয়াচক এলাকার শেখ সাদেকুল। আরো জানতে পারেন যে মোবাইল ফোন গুলো বেশিরভাগ গুজরাট, চেন্নাই, মুম্বাই থেকে সংগ্রহ করে এবং সেগুলো বাংলাদেশ নেপাল তথা সীমান্তবর্তী এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও ইতিপূর্বে এরূপ প্রায় দশ হাজার মোবাইল অন্যত্র পাচার করে। খয়রাশোল থানার পক্ষ থেকে ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *