
উত্তম মণ্ডলঃ
বর্তমানে যুব সমাজ মোবাইলে গেম নিয়ে ব্যস্ত বেশি। তাই এই প্রজন্মকে মাঠমুখী করতে ৩৫ বছরের বেশি বয়সীদের নিয়ে এক ক্রিকেট খেলা আয়োজিত হলো পদমপুর মাঠে। উদ্যোক্তা রাজনগর ব্লকের গুলালগাছি ও পদমপুর গ্রামের বয়স্ক খেলোয়াড়রা। এ বিষয়ে উদ্যোক্তাদের তরফে ব্রজগোপাল মন্ডল, জয়ন্ত মণ্ডল, রাখু মন্ডল, কাশীনাথ হাজরারা জানান, খেলা জিতেছে, বয়স হেরেছে। বর্তমানে বাড়িতে না থেকে এবং মোবাইলে গেম না খেলে আমাদের মতো মাঠে এসে ফুটবল কিংবা ক্রিকেট খেলুক আজকের প্রজন্ম। এই খেলায় পদমপুর গ্রাম উইনার্স এবং গুলালগাছি রানার্স হিসেবে উঠে আসে। খেলা দেখতে মাঠে হাজির ছিলেন পুরুষ-মহিলা দর্শক।


