
সেখ রিয়াজুদ্দিনঃ
দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। দুর্গোৎসবের আনন্দঘন মুহূর্তগুলো মুহূর্তের মধ্যেই নিরানন্দে পরিণত হয়ে উঠলো। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে ধ্বস নামে সেক্ষেত্রে বেশ কিছু ব্যক্তির মৃত্যুও ঘটেছে। বন্যা বিদ্ধস্ত এলাকায় ত্রাণ সামগ্রী সহ এলাকা পরিদর্শনে বিজেপির সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে তৃণমূল কংগ্রেসের হাতে জখম হতে হয়েছে বলে বিজেপির বক্তব্য। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজ্য ব্যাপী বিজেপির পক্ষ থেকে বলা বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ কর্মসূচি পালিত হয়।

সেরূপ খয়রাশোল ব্লক বিজেপির পক্ষ থেকেও এদিন বিভিন্ন ধরনের প্রতিবাদ মূলক শ্লোগান সম্বলিত প্লেকার্ড সহযোগে বিক্ষোভ মিছিল খয়রাসোল থানা ও বাজার এলাকা পরিক্রমা শেষে স্থানীয় বাসষ্ট্যান্ডে রাস্তার উপর বসে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ করেন একঘন্টা ধরে। পথসভায় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে তৃণমূলকে তীর বিদ্ধ করে। পাশাপাশি পুজোর পর এস আই আর চালু হচ্ছে উল্লেখ করে হুঁশিয়ারি দেন শাসকদলের প্রতি। খয়রাশোলে এদিন বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা রিতা ঘোষ, স্টেট কাউন্সিল সদস্য সুকুমার নন্দী, জেলা সম্পাদক সুখময় গড়াই, ব্লক কো কনভেনর অনুপম বাগ, মন্ডল সাধারণ সম্পাদক বুদ্ধদেব চক্রবর্তী, তিন মন্ডল সভাপতি যথাক্রমে কৃষ্ণ গড়ায়, উৎপল সাই, দেবব্রত গুপ্ত, খয়রাসোল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রদীপ রুইদাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা রিতা ঘোষ।
