
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর শান্তিনিকেতনকে সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে আনার উদ্দেশ্যে আজ ৭ অক্টোবর বোলপুর থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ, অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, এসডিপিও রিকি আগারওয়াল সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

এই প্রকল্পের মাধ্যমে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। সেই লক্ষ্যে ও নাগরিকদের সুরক্ষা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সুপার জানান। বোলপুর ও শান্তিনিকেতন শহরজুড়ে বিভিন্ন অপরাধমূলক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিসিটিভি ক্যামেরা গোটা বোলপুর ও শান্তিনিকেতন শহরজুড়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমজনতা আশাবাদী।

