রাস উৎসব উদযাপিত হলো ভান্ডীরবনে

সনাতন সৌঃ

বীরভূম জেলার বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হলো ভান্ডীরবন ধাম। ময়ূরাক্ষী নদীর উপকন্ঠে এখানে রয়েছে বহু প্রাচীন ঐতিহ্যবাহী ভান্ডেশ্বর শিব মন্দির, রাজকীয় গোপাল জীউর মন্দির ও মগধেশ্বরী কালী মন্দির। প্রতি বছরের ন্যায় এবারও কার্তিক মাসের পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব সারা দেশের সঙ্গে বীরভূমের বৈষ্ণবপীঠ ভান্ডীরবন ধামেও ৪-৫ নভেম্বর অনুষ্ঠিত হলো মহাধুমধামে। এই রাস উৎসবকে ঘিরে এলাকায় মানুষের মনে দারুন উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

এদিন রাতে ভান্ডীরবনের মূল মন্দির থেকে শ্রীশ্রী ঠাকুর গোপাল ও রাধা রাণীকে শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয় রাসমঞ্চে। আলোক মালায় সাজানো হয়েছে রাসমঞ্চ। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের রাস যাত্রা উপলক্ষ্য পুজো পাঠ ও মহাযজ্ঞ হয়। সেই সঙ্গে চলে হরিনাম সংকীর্তন ও ঢাকঢোল সহ বিউগলের বাজনা। ভক্তদেরও শঙ্খ ও উলুর ধ্বনি শোনা যায়। এই রাসযাত্রা উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে বিরাট মেলা বসে। মেলায় বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের সমাগম হয়। মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান মঞ্চে দুদিন ব্যাপী পঞ্চরস যাত্রা গানের আয়োজন করা হয়েছে। মেলায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেলা কমিটির পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *