
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের অন্যতম সতীপীঠ নলাটেশ্বরী মন্দির সংলগ্ন “হেরিটেজ টলারেড স্কুলে” ১৬ নভেম্বর একদিনের দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিদের উৎসাহ আর উদ্দীপনা নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন হেরিটেজ স্কুলের কর্ণধার স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়, বীরভূম জেলা দাবা সংস্থার সম্পাদক বিজয় কৃষ্ণ সাউ সহ দাবা সংস্থার অন্যান্য প্রতিনিধি ও সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ। প্রতিযোগিতা মনোরম পরিবেশে সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে। মোট ৬ রাউণ্ডের খেলা হয়। অনূর্ধ্ব ৯,১১,১৩ ও ১৬ বছর বয়সী ৪ টে বিভাগে মোট ৪০ জন বালক বালিকারা অংশগ্রহণ করে। সব বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাকারীদের হাতে নগদ অর্থ সহ সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে অংশগ্রহণকারী সকল খেলোয়ারদের দেওয়া হয় সার্টিফিকেট ও মেডেল। অনুর্দ্ধ ৯ গ্রুপে ব্রজেশ নন্দী ৬ রাউণ্ডে ৬ পয়েন্ট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। হেরিটেজ স্কুলের কর্ণধার স্বর্ণেন্দুবাবু এরকম উদ্যোগকে সাধুবাদ জানান। বীরভূম জেলা দাবা সংস্থার সম্পাদক বিজয় সাউ বলেন দাবার প্রচার বা প্রসারের জন্য সারা জেলা জুড়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

