
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রাজনগর “খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের” পরিচালনায় এবারও পাঁচ দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজনগর খোদাইবাগ ফুটবল ময়দানে৷ প্রয়াত ব্যবসায়ী ও সমাজসেবী সেখ হাবলের স্মৃতিতে এই টুর্নামেন্টে আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়৷ গত ৩০ নভেম্বর পঞ্চম দিনে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পরিমল সাহা, রাজনগর ফরেস্ট বীট অফিসার অশোক কুমার সর্দার সহ কয়েক হাজার ফুটবল প্রেমী মানুষজন।

উপস্থিত ছিলেন খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা৷ পুরস্কার বিতরণী মঞ্চে অতিথিদের বরণ করে নেওয়া হয়৷ এদিন চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতায় জয়লাভ করে একাদশ ফাইভ স্টার টিম, রাজনগর৷ বিজিত হয় নাইন স্টার সাথী একাদশ টিম৷ জয়ী টিমকে এক লক্ষ টাকা সহ ট্রফি এবং বিজিত টিমকে পঁচাত্তর হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়৷ সেই সঙ্গে অন্যান্য নানা পুরস্কারও প্রদান করা হয়৷ মঞ্চে মূল্যবান বক্তব্য রাখেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী৷ উদ্যোক্তাদের পক্ষ থেকে খোদাইবাগ খেলার মাঠটির উন্নয়ন ও সেটিকে সাজিয়ে তোলার জন্য লিখিত দাবি ও প্রস্তাব উদ্যোক্তাদের তরফে বিধায়কের হাতে তুলে দেওয়া হয়। এমন আবেদন পেয়ে তিনিও মাঠটিকে সৌন্দর্যায়ন করার আশ্বাস দেন। এমন আশ্বাস পেয়ে খুশি ক্লাব কর্মকর্তা থেকে দর্শক এবং এলাকার ক্রীড়াপ্রেমী মানুষজন৷

