
শম্ভুনাথ সেনঃ
অবশেষে সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন বীরভূমের সোনালি বিবি। বাংলাদেশ থেকে ফেরা সোনালিকে দেখতে বীরভূমের পাইকরে ভিড় জমান এলাকার বহু মানুষ। তাঁকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয়েরা। তবে কিছুক্ষণ বাড়িতে থাকার পর চিকিৎসার জন্য তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ি ফেরার আনন্দে কেঁদে ফেলেন নয় মাসের ওই অন্তঃসত্ত্বা। পুত্রের সঙ্গে বাংলাদেশ থেকে বীরভূমে ফেরা ওই মহিলার আবেদন বাড়ির বাকি চারজনকে যেন তাড়াতাড়ি ফেরার ব্যবস্থা করে দেয় প্রশাসন। উল্লেখ্য, গত জুন মাসে সোনালি সহ ৬ জনকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে দিল্লি থেকে ধরেছিল পুলিশ। ‘পুশ ব্যাক’ করার সময়েই সোনালি অন্তঃসত্ত্বা ছিলেন। অন্য দিকে, ‘অনুপ্রবেশকারী’ হিসাবে গত ২০ অগস্ট সোনালি-সহ ছ’জনকে ধরে চাঁপাই নবাবগঞ্জের সদর মডেল থানার পুলিশ। তার পরে সকলের জায়গা হয় চাঁপাই নবাবগঞ্জ সংশোধনাগারে।
ঘটনাক্রমে বাংলাদেশ তাড়িয়ে দেওয়া পশ্চিমবঙ্গের সোনালি এবং তাঁর আট বছরের সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে হবে বলে গত বুধবার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আজ ৬ ডিসেম্বর বাংলাদেশ থেকে ফেরা সোনালিকে দেখতে বীরভূমের পাইকর এলাকায় ব্যাপক ভিড় হয়।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম
