তীর্থভূমি তারাপীঠের ভাবমূর্তি নষ্ট করার কারণে থানায় লিখিত অভিযোগ: সরব ব্যবসায়ীরা

শম্ভুনাথ সেনঃ

বিহার থেকে আগত পুণ্যার্থীদের সঙ্গে গত ৩০ নভেম্বর বীরভূমের তীর্থভূমি তারাপীঠের ব্যবসায়ীদের মারধর–সংক্রান্ত ঘটনাকে “সাজানো ও পরিকল্পিতভাবে বিকৃত রূপ দেওয়া হয়েছে” বলে সরব হলেন তারাপীঠ ব্যবসায়ী সমিতি ও এলাকার বাসিন্দারা। গতকাল ৫ ডিসেম্বর শুক্রবার রাতে তাদের পক্ষ থেকে তারাপীঠ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। উল্লেখ্য, ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, ঘটনার প্রথম অংশটুকু ইচ্ছাকৃতভাবে আড়াল করে শুধু পরের অংশটি নানা ভাবে প্রচার করা হয়। যার ফলে তারাপীঠ তীর্থক্ষেত্রের ভাবমূর্তি কলঙ্কিত করা হয়েছে। তাদের দাবি সেদিন দোকানদারই প্রথমে মারধরের শিকার হন এবং দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ধরা হয়। এই প্রসঙ্গে আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ঘটনাকে একপাক্ষিকভাবে প্রচার করে তারাপীঠকে বদনাম করার চেষ্টা চলছে। প্রকৃত ঘটনা সম্পূর্ণ আলাদা।” রামপুরহাট ২ নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী সুকুমার মুখোপাধ্যায় বলেন, “তারাপীঠকে ইচ্ছাকৃতভাবে কালিমা লিপ্ত করার অপচেষ্টা চলছে। আমরা সঠিক তদন্ত চাই।” ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে আসল দোষীদের শাস্তি এবং তারাপীঠের ভাবমূর্তি রক্ষার ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা হোক বলে তারা দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *