
সেখ রিয়াজুদ্দিনঃ
১০ডিসেম্বর বুধবার রাজনগর ব্লক অফিসের সভাকক্ষে এফ এম সি সিসকোর সহযোগিতায় হস্ত শিল্পীদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। আয়োজকদের বক্তব্য সাপ্লাই চেইনের গুরুত্বপূর্ণ দক্ষতায় বঞ্চিত নারী শিল্পীদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।যেখানে ডিজিটাল মাধ্যমে স্থানীয় ভাষায় প্রশিক্ষণ দিয়ে তাঁদের আর্থ-সামাজিক ক্ষমতায়ন করা হচ্ছে। বিভিন্ন ইকোসিস্টেমের স্টেকহোল্ডার, বিশেষ করে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে শিক্ষাকে উন্নত করা হচ্ছে। পলিসি ওয়ার্কশপ ও সোশ্যাল মিডিয়া ভিত্তিক প্রশিক্ষণ মডিউলের মাধ্যমে বেসিক ড্রয়িং, রঙের সমন্বয়, আইডিয়া/কনসেপ্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ই-কমার্স রেজিস্ট্রেশন, সামাজিক সুরক্ষা প্রকল্প, সাইবার সিকিউরিটি এবং মোবাইল ফটোগ্রাফির মতো দক্ষতায় উন্নয়ন করা হচ্ছে। সিসকো সিস্টেমস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি ও নেটওয়ার্কিং সংস্থা হিসেবে কর্মসংস্থান/আয় বৃদ্ধিমূলক ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালনা করছে।তারই অঙ্গ হিসেবে এরূপ কর্মসূচির আয়োজন। ইতিমধ্যেই রাজনগর এলাকায় ৪০০ জন নারী শিল্পীর সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে দক্ষতা বৃদ্ধির কাজ করেছি। যার মধ্যে ইদগাছা, মোলবনি, বারুদখানা, খাসবাজার, সাকিরপাড়া, গাঙ্গমুড়ি, আড়ালি, বাঁন্দী, গুলালগাছি, মীরপুর, তেতুলতলা ও রঞ্জুপাড়া গ্রামের হস্ত শিল্পীরা জড়িত।এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে বলেন শিল্পী ও সমাজের মধ্যে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উপকারী প্রকল্প সম্পর্কে সচেতনতা বিস্তার করা। এমএসএমই উন্নয়ন প্রকল্প, পিএমএসওয়াইএম, পিএমজিবিওয়াই, পিএমএসবিওয়াই, আয়ুষ্মান ভারত, পেনশন স্কিম, বৃত্তি, স্বাস্থ্য ও মহিলা উন্নয়ন প্রকল্প ইত্যাদি। এই সেশনে যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট সুবিধা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়। সেই সঙ্গে আরও বেশি মানুষ এই সুযোগগুলির সঠিক সুবিধা নিতে পারেন তার প্রচার ও প্রসার ঘটানো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, যুগ্ম বিডিও কাসেদ হোসেন, জে পি ও শাহিদ মোয়াজ্জম, ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্টেট কো-অর্ডিনেটর রূপা সেনগুপ্ত, GMDIC এর IDO সুদীপ মুখার্জী, KVIB এর DEO গোপাল কৃষ্ণ বসু, WBDOH এর UDC কাইজার হুসেইন প্রমুখ।
