
সেখ রিয়াজুদ্দিনঃ
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মিটিং মিছিল আলোচনা সভা ইত্যাদি সহকারে পালন করা হয়। সেরূপ গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)-র বোলপুর শান্তিনিকেতন শাখার উদ্যোগে শান্তিনিকেতন পোস্ট অফিস মোড়ে মানবাধিকার দিবস পালন করা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে। মানবাধিকার আন্দোলনের সেকাল একাল নিয়ে আলোচনা করলেন মানবাধিকার সংগঠন এপিডিআর বোলপুর শান্তিনিকেতন শাখার সভাপতি শৈলেন মিশ্র। পড়ুয়ারা সমবেত গণসংগীত পরিবেশন করেন। পথসভায় শ্লোগান ওঠে কালা কানুন বাতিল করো। জল জমি জঙ্গল দখল করা চলবে না। আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও। পাশাপাশি বক্তব্যের মাধ্যমে বলেন মানুষ বারবার আন্দোলনের পথে সামিল হয়েছেন। মানুষের শিক্ষা স্বাস্থ্য অধিকার, জমির অধিকার, জঙ্গলের অধিকার, বেঁচে থাকার অধিকার। এইটাকে দমন করতে বারবার হামলা হয়েছে। মানুষ তাস্বত্তেও প্রতিবাদ করেছে। সরকার এটাকে দমাবার জন্য মিশা, এশমা ইত্যাদি একটার পর একটা কালা কানুন আইন জারি করেছেন। এই সমস্ত বিষয় তুলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সুর নিক্ষেপ করা হয় এদিন পথসভার মাধ্যমে।

