সংঘ মহিলা নেত্রীদের মহাসম্মেলন রাজনগরে

সেখ রিয়াজুদ্দিনঃ

স্বেচ্ছাসেবী সংস্থা প্রসারীর উদ্যোগে এবং ডিআরডিসি আনন্দধারা ও রাজনগর ব্লকের সহায়তায় এলাকার পাঁচটি পঞ্চায়েতের মহিলা সংঘের প্রতিনিধিদের নিয়ে মহাসম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার রাজনগর ডাকবাংলো মাঠে। অনুষ্ঠান শুরুর পূর্বে রাজনগর ব্লক অফিস চত্বর থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক শ্লোগান সম্বলিত প্লাকার্ড, ব্যানার সহযোগে নিয়ে শোভাযাত্রা বের হয়। এদিন মূল মঞ্চে রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক প্রানী স্বাস্থ্য আধিকারিক ডাঃ অমিত কুমার মন্ডল, এফপিও ডক্টর ঐশী দাস, ডিএলবি ম্যানেজার নীরজ কুমার, জেলা পরিষদ সদস্যা মর্জিনা বিবি, প্রসারী এর তরফে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ শর্মিষ্ঠা চক্রবর্তী, কমিউনিটি মবিলাইজার জিষ্ণু হাটি সহ অন্যান্যরা।
মহিলা স্বনির্ভর দলগুলি যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে সেই লক্ষ্যে তারা কতটা পৌছাতে পেরেছে এবং কতটা সফলতা অর্জন করতে পেরেছে সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরাই এই সম্মেলনের লক্ষ্য বলে জানান কর্মকর্তারা। এই মহা সম্মেলনের মঞ্চ থেকেই স্বনির্ভর গোষ্ঠীর লক্ষ্য উদ্দেশ্য সফলতা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী। পাশাপাশি বাল্যবিবাহের কুফল এবং তা প্রতিরোধের জন্যও সকলকে আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *