
মেহের সেখঃ
লাভপুরের মস্তলী গ্রামের বাসিন্দা আনুমানিক চল্লিশ বছর বয়স্ক ট্রাক ড্রাইভার রাজু তার সহযোগী একজনকে নিয়ে শুক্রবার সকালে লাভপুর পেট্রোল পাম্পে ট্রাক্টরে তেল ভরতে এসে পেট্রোল পাম্পে তেল ভরতে ভরতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ।পেট্রোল পাম্প কর্মী এবং স্থানীয়দের চেষ্টায় দ্রুত তাকে লাভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। লাভপুর থানার পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।