শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এবং জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজ বীরভূমের সদর সিউড়ীর সিধু-কানু মুক্ত মঞ্চে আয়োজিত হয় একদিনের জেলাভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, শিক্ষক সুনীল সরেন, জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ কেরিম খান, বিশ্ববিজয় মার্ডি, জনপ্রিয় লোকশিল্পী রথীন কিস্কু সহ অন্যান্য আধিকারিক ও অতিথিবর্গ।এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকপ্রসার প্রকল্পের অন্তর্গত লোকশিল্পীরা যোগ দেন। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা প.ব. সরকারের খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, জয় জোহার, কন্যাশ্রী, কৃষক বন্ধু এমন নানা জনমুখী প্রকল্পের সুযোগ ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে অনুষ্ঠিত হয় লোকশিল্পীদের বাউল ও লোকগান।