বিপিন পালঃ
বীরভূম জেলা কারিগরি দপ্তরের ও জনস্বাস্থ্য কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে ২৬ জুলাই মঙ্গলবার জল স্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেবার লক্ষে খয়রাশোল ব্লকের ১০ টি পঞ্চায়েতের প্রতিটি পঞ্চায়েত থেকে ১ জন করে এবং পঞ্চায়েত সমিতি থেকে ৬ জন করে পাইপ লাইনের মিস্ত্রী ও টিউবওয়েল সারাই এর মিস্ত্রি মিলে ১৬ জন মিস্ত্রীদের ৭ দিনের একটি প্রশিক্ষণ আজ শেষ হল। আগামীতে এই প্রশিক্ষিত মিস্ত্রীদের সার্টিফিকেট প্রদান করা হবে। আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রজত মুখার্জী, জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের সাব এ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়ার উদয়ন মন্ডল, খয়রাশোল গভর্নমেন্ট আইটিআই কলেজের ফিটার দেবব্রত ঘোষ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সিনিয়ার ওয়ার্কম্যান গোলাম মোস্তাফা খান সহ প্রশিক্ষিত মিস্ত্রীরা।