সেখ রিয়াজুদ্দিনঃ
গত ১৮ জুন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ইন্তেকাল করেন বীরভূম জেলার গাইসাড়া শরীফের পীরে তরিকত রাইসুল আবেদীন হুজুর সৈয়দ নুরুল হোসেন বোখারী নুর এ মিল্লাত রহমতুল্লাহি। সেদিন মৃতদেহটি দুবরাজপুর ফকির বাবার মাজার প্রাঙ্গনে নামাতেই এলাকা জন প্লাবনে পরিনত হয়ে ওঠে। মুরিদ, ভক্ত ও শুভানুধ্যায়ীদের জমায়েতের পর সেখান থেকে চারচাকা ও মোটরসাইকেল সহযোগে র্যালির মাধ্যমে মৃতদেহটি রাজনগর ব্লকের গাইসাড়া শরীফে ওনার বাসভবনে পৌঁছানো হয়। পীরের জানাজার নামাজেও জেলার গণ্ডি ছড়িয়ে বিভিন্ন রাজ্য তথা দেশ এবং বিদেশ থেকেও লোকের উপস্থিতিতে জানাজার নামাজ স্থল যেন জনসমুদ্র হয়ে ওঠে। উনার চাহাল্লুম উপলক্ষে ২৫ জুলাই মাজার শরীফ গোসল করানো হয় এবং ২৬ জুলাই সন্দল, চাদর পোসি, ফুল পোসি এবং রাতে জালসা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য প্রথমেই খানকাহ বোখারী শরীফের পক্ষ থেকে চাদর পোসি হওয়ার পর বিভিন্ন গ্রামের পক্ষ থেকে ও এদিন চাদর চড়ানো হয়, সেই সাথে বহু মুরিদ, ভক্ত ও শুভানুধ্যায়ীদের সমাগম ঘটে। সমগ্র অনুষ্ঠানের মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তারিকাত আওলাদে রাইসুল আবেদীন হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল হোসেন বোখারী গদ্দিনাসিন খানকাহে বোখারীয়া গাইসাড়া শরীফ, ছিলেন সৈয়দ নুরুল হোসেন বোখারী সাহেবের পৌত্র সৈয়দ আহমদ হোসেন বোখারী ওর্ফে শাদ বাবা। জলসায় প্রধান বক্তা উর্দু ভাষায় ছিলেন উত্তরপ্রদেশ থেকে আগত গুলফাম রাজা এবং বাংলা ভাষায় ছিলেন মুরশিদাবাদের মৌলানা আলিমুদ্দিন সাহেব এছাড়াও বিভিন্ন উলেমায়েগন বক্তব্য রাখেন।