টাকার বস্তার প্রতীক পুড়িয়ে ধিক্কার মিছিল, মুরারই এলাকায়

সেখ রিয়াজ উদ্দিনঃ

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-কে ইডির জেরা এবং আটক। পরবর্তীতে তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে টাকা উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। সেই থেকে শাসক বিরোধী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চলছে বিক্ষোভ মিছিল। অনুরূপভাবে ২৯ জুলাই, শুক্রবার বীরভূম জেলার মুরারই বাজার এলাকায় এসইউসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ধিক্কার মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে আওয়াজ তোলেন, দূর্নীতির সাথে যুক্ত শাসক দলের নেতা-মন্ত্রীদের ধরে দৃষ্টান্তমুলক শাস্তি, এসএসসি বৈধ তালিকাভুক্ত হবু শিক্ষকদের নিয়োগ এবং দ্রুত এসএসসি সহ সকল চাকরির নোটিফিকেশন জারির। সেই সঙ্গে এদিন মিছিল শেষে মুরারই নতুন বাজার মোড়ে দুর্নীতির টাকার বস্তার প্রতীক পুড়িয়ে ধিক্কার জানানো হয়। ধিক্কার ও বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের মুরারই লোকাল কমিটির সম্পাদক গোলাম মুজতবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *