মহঃ সফিউল আলম ও উত্তম মণ্ডলঃ
১ আগস্ট রাজনগর ডাকবাংলোয় চূড়ান্ত পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ পরিচালনায় রাজনগর ফুটবল একাডেমি৷ মঞ্চে হাজির ছিলেন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ কৃতী খেলোয়াড়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের স্থানীয় টপার এবং স্থানীয় সাংবাদিকদের এদিন সংবর্ধনা জানানো হয় আয়োজকদের তরফে৷ স্থানীয় সমাজসেবী প্রয়াত গৌরহরি গঁরাই ও সারথি বাগদি স্মৃতি ট্রফি ফুটবল প্রতিযোগিতার এই চূড়ান্ত পর্বে ১ আগস্ট, সোমবারের বিকেলে মুখোমুখি হয় এম.এন.টি মুশাবনী বনাম এম.বি.বি.এস বেরা। নির্ধারিত সময়ে খেলার নিষ্পত্তি না হওয়ায় ট্রাই বেকারের মাধ্যমে জয়ী হয় এম.এন.টি মুশাবনী। এমবিবিএস বেড়া ঝাড়খন্ড বিজিত৷ ১৩ অনুর্ধ রাজনগর ফুটবল একাডেমি বয়েজ বনাম শ্রীজা ইন্ডিয়া গার্লস প্রদর্শনী খেলাও হয়৷ তাতে ফুটবল একাডেমি জয়লাভ করে৷ ম্যান অব দ্যা সিরিজ, ম্যাচ, বেস্ট গোলকীপার, ডিফেন্স পুরস্কারও প্রদান করা হয়৷ জয়ী দলকে নগদ ১২ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলকে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়৷ এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের স্থানীয় টপারদের সংবর্ধনা জানানো হয়৷ দেওয়া হয় মেমেন্টো, কলম, ডাইরি৷ স্থানীয় তিনজন সাংবাদিক (উত্তম মন্ডল, খান আরসাদ ও সফিউল আলম)কে সম্মাননা জ্ঞাপন করা হয়৷ তুলে দেওয়া হয় মেমেন্টো৷ মঞ্চে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর বিডিও শুভদীপ পালিত, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, ওসি দেবাশীষ পন্ডিত, রানীশ্বর কলেজের অধ্যক্ষ রহিস খান, কাজী ফিরোজ, আবুল ফজল খান, সেখ মন্টু, সজল গরাঁই, রানা প্রতাপ রায়, গাফ্ফার খান, অমিতাভ দত্ত প্রমুখ৷