নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্টের মধ্যে প্রত্যেক ভারতীয়ের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার ডাক দিয়েছেন। দেশ জুড়ে যাতে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে শক্তিশালী করে তোলা যায়, তার আহ্বান জানিয়েছেন। সাধারণ ভারতবাসীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন জাতীয় পতাকা সম্মান বজায় রেখে স্বাধীনতার উৎসবে যোগ দেওয়া হোক। মোদী একটি টুইটের মাধ্যমে বলেছেন যে এই প্রচার তেরঙ্গার সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করবে। তিনি উল্লেখ করেছেন যে তেরঙ্গা জাতীয় পতাকা হিসাবে গৃহীত হয়েছিল ১৯৪৭ সালের ২২ জুলাই। এই প্রচারকে সফল করতে কেন্দ্রীয় সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, তিন ধরণের পতাকা তৈরির ব্যবস্থা করা হয়েছে এবং সেগুলি পোস্ট অফিসে পাওয়া যাবে, এর পাশাপাশি লোকেরা অনলাইনেও পোস্ট অফিস থেকে তেরঙ্গা কিনতে পারবে। অনলাইনে কিনতে হলে যেতে হবে www.epostoffice.gov.in ওয়েবসাইট এ। পোস্ট অফিসে উপলব্ধ প্রতি পতাকার মাপ হল ২০ ইঞ্চি x ৩০ ইঞ্চি। প্রতি পতাকার দাম মাত্র ২৫ টাকা। এখানে উল্লেখ্য জাতীয় পতাকা কিনতে কোনো GST দিতে হবে না। সিউড়ি ডাকঘর এর পোস্টমাস্টার জানিয়েছেন আগস্ট মাসের ১ তারিখ থেকে পতাকা পাওয়া যাচ্ছে সিউড়ি সহ বীরভূম এর সকল ডাকঘরে। ইতিম্যেই জনসাধারণের মধ্যে বিপুল সারা পাওয়া গেছে।