ব্রিটিশ বিজয়ের স্মৃতি নিয়ে সম্প্রীতির মিলন মেলা রাজনগরে

উত্তম মণ্ডলঃ

সুবে বাংলার নবাব সিরাজউদ্দৌল্লার সেনাপতি রাজনগর রাজপরিবারের আলি নকি খান ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে নেন। এরপর সেনাপতি আলি নকি খান রাজনগরে সূচনা করেন মহরম মেলার। তখন থেকেই এই মেলা পরিণত হয়ে যায় সম্প্রীতির এক মিলন মেলায়। রাজনগরসহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে সুসজ্জিত তাজিয়া নিশান নিয়ে শোভাযাত্রা আসে রাজনগর গোহাট প্রাঙ্গণে। চলে কুশলী লাঠি খেলা। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলিত হোন এই মিলন মেলায়। “রাজনগর রাহে ইসলাম সমাজ কল‍্যাণ সোসাইটি”-র পরিচালনায় আজকের মেলায় হাজির ছিলেন সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগর বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ‍্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ও সি দেবাশীষ পণ্ডিত, রাজনগর রাজ পরিবারের অন‍্যতম সদস্য মহম্মদ সফিউল আলম, রাজনগর রাহে ইসলাম সমাজ কল‍্যাণ সোসাইটির সম্পাদক আবুল ফজল খানসহ বিভিন্ন বিশিষ্টজনেরা। এ বিষয়ে জানান রাজনগর রাহে ইসলাম সমাজ কল‍্যাণ সোসাইটির সম্পাদক আবুল ফজল খান।

বাইট : আবুল ফজল খান, সম্পাদক, রাজনগর রাহে ইসলাম সমাজ কল‍্যাণ সোসাইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *