মহঃ সফিউল আলমঃ
রাজনগর ব্লকের অন্তর্গত গাংমুড়ি-জয়পুর অঞ্চলের গাংমুড়ি গ্রামের গাংমুড়ি মনসা মন্দিরটি এলাকার অন্যতম একটি প্রাচীন মন্দির৷ এই মন্দিরটির সংস্কারের পর ২৪ শ্রাবণ তথা ১০ আগস্ট পুনঃ প্রতিষ্ঠা উপলক্ষে নানা ধরণের কর্মসূচীর আয়োজন করেন গ্রামের বাসিন্দা তথা ভক্তরা৷ সকাল থেকেই প্রস্তুতি নিতে লক্ষ্য করা যায়৷ আয়োজকরা জানান, পুনঃ প্রতিষ্ঠা উপলক্ষে পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে৷ মহোৎসবেরও আয়োজন করেন ভক্ত ও বাসিন্দারা৷ রাত্রে টুম্পা ধীবর, অসীম ধীবর ও সম্প্রদায়ের নাম সংকীর্তন আয়োজিত হবে বলে জানা গিয়েছে৷ এমন আয়োজন ও উদ্যোগকে স্বাগত এবং সাধুবাদ জানিয়েছেন ভক্ত এবং দর্শনার্থীরা৷