হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ পিএইচএন এর বিরূদ্ধে

সেখ ওলি মহম্মদঃ

স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে হাসপাতালের বেহাল দশা দেখাতে গিয়ে কয়েকজন সাধারণ মানুষকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পিএইচএন এর বিরূদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। জানা যায়, আজ ১০ অগাষ্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তিন সদস্যের প্রতিনিধি দল এই হাসপাতাল পরিদর্শনে আসেন। কিন্তু প্রতিদিন যে রকম হাসপাতালের চেহারা থাকে সেরকম ছিল না। আজ কিন্তু একটু ভিন্ন চেহারা দেখা গেল গোটা হাসপাতাল জুড়ে। অন্যান্য দিন নোংরা আবর্জনায় ভর্ত্তি থাকে। এমনকী হাসপাতাল চত্বরও অপরিষ্কার থাকে। কিন্তু আজ এক কথায় বলতে গেলে একেবারে ঝাঁ চকচকে হাসপাতালের চেহারা। তাই আজ কয়েকজন স্থানীয় যুবক এই হাসপাতালের কিছু সমস্যার কথা ঐ তিন প্রতিনিধি দলকে জানাতে গেলে দুবরাজপুর গ্রামীন হাসপাতালের পিএইচএন বুলবুলি বর্মণ হাসপাতালে ঢুকতে বাধা দেন এবং তাঁদেরকে হাসপাতাল থেকে বের করে দেন। সেখ ইনতাজ, সৈয়দ চন্দন এবং গোলাম মোহাদ্দিস জানান, আমরা কিছু সমস্যার কথা জানানোর জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে যাচ্ছিলাম। কিন্তু এখানকার পিএইচএন বুলবুলি বর্মণ আমাদের হাসপাতাল থেকে বের করে দিলেন। আমরা এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত ভাবে জানাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *