
উত্তম মণ্ডলঃ
কিশোর বাহিনীর উদ্যোগে শহীদ ক্ষুদিরামের আত্মবলিদানকে স্মরণ করে শহীদ দিবস এবং সেই সঙ্গে রাখীবন্ধন উৎসব পালন করা হলো দুবরাজপুর থানার গোহালিয়াড়া গ্রামে। হাজির ছিলেন কিশোর বাহিনীর তরফে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কার্তিক কুমার বাগ্দী, আনন্দ গোপসহ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা। পড়ুয়ারা একে অপরের হাতে রাখী পরিয়ে সম্প্রীতির বার্তা দেয়।
