
দীপককুমার দাসঃ
বৃহস্পতিবার ১১ অগাষ্ট সকালে মহঃবাজার ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও মহঃবাজার ব্লক ও পঞ্চায়েতের সমিতির সহযোগিতায় মহঃবাজার পঞ্চায়েত সমিতির প্রবেশদ্বারে রাখী বন্ধন উপলক্ষ্যে সংস্কৃতি দিবস উদযাপন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহঃবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা,সহ সভাপতি ভবতারণ বন্দ্যোপাধায়, মহঃ বাজার ব্লকের যুগ্ম বিডিও পলাশ বিশ্বাস,ব্লক যুব কল্যাণ আধিকারিক গিরিজাপ্রসাদ নায়েক প্রমুখ। উপস্থিত সকলকে এদিন নীল রঙের জয় বাংলা লেখা রাখি পড়িয়ে দেওয়া হয়। এছাড়া সকলকে মিষ্টিমুখ করানো হয়। মহঃ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা বলেন, আজ সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে সংস্কৃতি দিবস উদযাপন হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ মহঃ বাজারের প্যাটেলনগরে রাখী বন্ধন উৎসব পালিত হলো। এদিন রাখি পড়িয়ে ও মিষ্টি মুখ করিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হলো।