মহঃ সফিউল আলমঃ
শুক্রবার বিকেলে রাজনগরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়৷ ইডি ও সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় প্রতিবাদ কর্মসূচীতে৷ তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকার তথা বিজেপির অঙ্গুলি হেলনে ও নির্দেশে কাজ করে এই তদন্তকারী সংস্থা তথা এজেন্সিগুলি৷ বেছে বেছে তৃণমূল সহ বিরোধীদের টার্গেট করা হচ্ছে৷ বিজেপির যেসব নেতা মন্ত্রী একাধিক অভিযোগে অভিযুক্ত তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষপ করা হচ্ছেনা বলে অভিযোগ তৃণমূলের৷ প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলেও অভিযোগ৷ মিছিলে একাধিক স্লোগানের পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করার দাবিও তোলা হয়৷ দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদেও সোচ্চার হন তাঁরা৷ কেন্দ্রীয় সরকারকে এবিষয়ে দায়ী করেন তাঁরা৷ ডাকবাংলো থেকে বাসস্ট্যান্ড, বাজার রাস্তা, থানা রোড, রাজা সাহেবের বাংলো হয়ে তৃণমূলের এদিনের মিছিলটি নির্দিষ্ট রুট পরিক্রমা করে৷ তৃণমূলের ব্লক নেতৃত্ব ও অসংখ্য সমর্থক কর্মী হাজির ছিলেন৷ স্থানীয় পুলিশ প্রশাসন এক্ষেত্রে বিশেষ নজর রাখে৷ শেষ পর্যন্ত সুষ্ঠুভাবেই উক্ত কর্মসূচী সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে৷