যুবসংসদ প্রতিযোগিতা দুবরাজপুরে

সন্তোষ পালঃ

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের উদ্যোগে ১৭-১৮ অগাষ্ট দুদিন ব্যাপী যুবসংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয় দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের সত্যানন্দ হল ঘরে। আজ, ১৭ অগাষ্ট সূচনা লগ্নে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুরের বিডিও রাজা আদক, যুগ্ম বিডিও বীরশোহেল শেখওয়াত, দুবরাজপুর পঞ্চায়েতে সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অসিত মোহন ঘোষ, দুবরাজপুর ব্লকের যুব আধিকারিক অনিন্দ দুয়ারী, দুবরাজপুর শিক্ষাচক্রের এস আই সৈকত ঘোষ, দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা মিনি সাহা সহ বিশিষ্ট জনেরা। উপস্থিত অতিথিগণ যুবসংসদ প্রতিযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন। দুবরাজপুর ব্লকের আটটি উচ্চ বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা অংশগ্রহণ করে। প্রথম স্থান অধিকার করে তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতন, দ্বিতীয় স্থান লাভ করে করমকাল উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয় চিনপাই উচ্চ বিদ্যালয়। এছাড়াও ব্যাক্তিগত অভিনয়ের দক্ষতা ভিত্তিক পুরষ্কার দেওয়া হয়। দুবরাজপুরের বিডিও সহ অন্যান্য অতিথিগণ সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *