বিপিন পালঃ
বীরভূম জেলার মানচিত্রে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার অন্যতম খয়রাশোল থানার পাঁচড়া গীতা ভবন। গীতা ভবনের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী সত্যানন্দজী মহারাজ। গীতা ভবনের মূলত উদ্যেশ্য গীতার বানী প্রচার করা। তাছাড়াও সারা বছর ধরে চলে নানান ধর্মীয় অনুষ্ঠান। ১লা বৈশাখ, রথযাত্রা, অন্নকূট উৎসব, জন্মাষ্টমী, রাধাষ্টমী ছাড়াও দুঃস্থদের বস্ত্র দান, ছাত্রছাত্রীদের পুস্তক দান ও সারা বছর ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবাদান। গীতা জয়ন্তী ও সাথে বাৎসরিক অনুষ্ঠানে কোনো বছর ৫ দিনের কোনো বছর ১৮ দিনের অনুষ্ঠানে ভাগবত পাঠ, লীলাকীর্তন গান, বাউল গান, রামায়ন গান, যাত্রা, বাচ্চাদের নৃত্য সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তদনুরুপ আজ ১৯ অগাষ্ট শুভ জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি নিয়ে ঢাক ঢোল শঙ্খ ঘন্টা, কাঁসর সহকারে তারকব্রহ্ম নাম গাইতে গাইতে দু বাহু তুলে বহু ভক্ত সহকারে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গীতা ভবন থেকে বেরিয়ে বড়কুড়ি, পাথরকুচি, পাঁচড়া গ্রাম পরিক্রমা করে গীতা ভবনে এসে পরিক্রমা শেষ হয়। এবছর আজ এবং আগামীকাল রয়েছে লীলাকীর্তন গান, বাউল গান ভক্তিগীতি এবং বহু ভক্তের সেবার ব্যবস্থা। উল্লেখ্য গীতাভবনের প্রতিষ্ঠাকালের বয়স ৩৬ বছর। বিগত ৩৬ বছর ধরে চলে আসছে অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন।