সেখ রিয়াজুদ্দিনঃ
তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল গরুপাচার মামলার অভিযোগে বর্তমানে সিবিআই হেফাজতে। সেই গরুপাচার মামলার জেরে এবার সিবিআইয়ের নজরে উঠে আসছে একের পর এক অনুব্রত ঘনিষ্ঠদের নাম। সিবিআই তদন্তে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে অনুব্রত মণ্ডলের বডিগার্ড সায়গল হোসেন নামে এবং কন্যা সুকন্যার নামে। সেই সাথে এবার আরো একজন অনুব্রত ঘনিষ্ঠ ব্যাক্তির নাম চর্চার কেন্দ্রে। তিনি হচ্ছেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েন। তিনি অনুব্রত মন্ডল কে বাবা বলে ডাকেন! প্রায়শই তাঁর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে দেখা যায় গায়েনকে। সিবিআইয়ের স্ক্যানারে এবার অনুব্রতকে বাবা বলে ডাকা সেই বিদ্যুৎবরণ গায়েন। বোলপুরের কালিকাপুর ২২ নম্বর ওয়ার্ডে একের পর এক বাড়ীতে চালাচ্ছেন তল্লাশি, চলছে জিজ্ঞাসাবাদ। রবিবার প্রায় এক ঘণ্টা ধরে চলে সিবিআই তল্লাশি। ২০১১-য় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই তিনি ফুলেফেঁপে ওঠেন। একসময় বোলপুর পুরসভার গাড়ির খালাসি হিসেবে কাজ করতেন, পরে ২০১১ সালে উক্ত পুরসভাতেই স্থায়ী চাকরি পান। তাঁরও বিপুল সম্পত্তির হদিশ মিলেছে ইতিমধ্যেই।