সেখ রিয়াজুদ্দিনঃ
জেলা পুলিশের তৎপরতায় জেলার বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিন অবৈধ বা বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার অব্যাহত। অনুরূপ রবিবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়ার নেতৃত্বে স্থানীয় থানার চিনপাই গ্রাম সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় দুষ্কৃতীদের নাম সেখ রবিউল ও হারাধন খান, উভয়ের বাড়ি স্থানীয় থানার দুর্লভপুর গ্রামে। ধৃতদের কাছ থেকে ২ রাউণ্ড গুলি সহ একটি দেশীয় পাইপগান এবং একটি মোটরবাইক উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির উদ্দেশ্যেই মূলতঃ চিনপাই গ্রাম সংলগ্ন জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল তাঁরা। সেখানেই সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়া সহ বিশাল পুলিশবাহিনী গিয়ে তাদের গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে দুবরাজপুর থানা এলাকার কামালপুর গ্রামে পারিবারিক বিবাদের জেরে মারামারির ঘটনা ঘটে গত ১৭ ই আগস্ট। পুলিশ ঘটনাস্থলে যান এবং উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে দুপক্ষের দুজনকে আটক করে দুবরাজপুর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে পাঁচ দিনের আবেদন করেন, বিচারক তা মঞ্জুর করেন। ধৃত দুই ব্যক্তি সেখ শুকুর ও সেখ শবুরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরই বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং একটি করে কার্তুজ উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। ধৃত দুজনকেই পাঁচ দিন পুলিশ হেফাজতের পর সোমবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।