সন্তোষ পালঃ
দুবরাজপুর পৌরসভা সৌজন্যে বাইশে আগস্ট ও তেইশে আগস্ট দুদিন ব্যাপী যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয় দুবরাজপুর রবীন্দ্রসদনে। আজ অনুষ্ঠানের শুভ সূচনা করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি যুবসংসদ প্রতিযোগিতার উপকারিতা নিয়ে আলোচনা করেন। তিনি ছাড়াও দুবরাজপুর পৌর সভার উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশীষ চট্টরাজ যুবসংসদ নিয়ে আলোচনা করেন। এছাড়াও এদিন পৌরসভার কাউন্সিলরগণ ও অন্যান্য অতিথিবৃন্দ। পৌরএলাকার পাঁচটি উচ্চবিদ্যালয় অংশগ্রহণ করে। যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির, দ্বিতীয় স্থান লাভ করে দুবরাজপুর আর. বি. এস. ডি. হাই স্কুল এবং তৃতীয় স্থান লাভ করে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ। এছাড়াও ব্যক্তিগত দক্ষতার জন্যও পুরস্কার দেওয়া হয়। উপস্থিত অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।