রাত পোহালেই কৌশিকী অমাবস্যা, বীরভূমের তারাপীঠে এই অমাবস্যা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, নিষিদ্ধ করা হয়েছে অনলাইন পুজো

শম্ভুনাথ সেনঃ

করোনা অতিমারীর কারণে গত দু’বছর তারাপীঠে বন্ধ ছিল কৌশিকী অমাবস্যার উৎসব। বন্ধ ছিল মন্দিরের দরজা। এবার লক্ষাধিক ভক্তদের ভিড়ের সম্ভাবনায় সাজো সাজো রব প্রশাসনের। চলছে চূড়ান্ত প্রস্তুতি। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। পুণ্যার্থীদের ভিড় বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ী থেকে সেবায়েতরা। গত ২৪ আগষ্ট মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় অনলাইনে আর মাতারাকে পুজো করা যাবে না। এবার তারাপীঠ মন্দিরে পূণ্যার্থীদের এসেই পুজো দিতে হবে। মন্দির চত্বরে একশ্রেণীর অসাধু চক্র মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, আগামীকাল ২৬ আগস্ট, শুক্রবার দুপুর ১২.০১ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা তিথি, থাকবে পরদিন দুপুর ১.২৩ মিনিট পর্যন্ত। ইতিমধ্যেই প্রায় হোটেল বুকিং হয়ে গেছে। অবশিষ্ট যে’কটি হোটেল রয়েছে তাতে আকাশ ছোঁয়া ভাড়া। এই তারাপীঠ এলাকা জুড়ে অন্তত ৩৫০টি হোটেল রয়েছে। আগামীকাল ২৬ আগষ্ট কৌশিকী অমাবস্যার সেই মহাক্ষণ। দু’বছর খরা কাটিয়ে বিপুল ভিড়ের প্রত্যাশা করছে সকলেই। ইতিমধ্যে তারাপীঠ-রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, বীরভূম জেলা প্রশাসন ও স্থানীয় হোটেল কর্তৃপক্ষ যৌথ বৈঠক করেছে। আজ রাতের পর থেকে মন্দির এলাকায় আর গাড়ি নিয়ে ঢোকা যাবে না। তারাপীঠ মন্দির চত্বর থেকে অন্তত ৫ কিলোমিটার দূরে গাড়ি রাখতে হবে বলে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। সবমিলিয়ে দু’বছর পর কৌশিকী অমাবস্যার উৎসব ঘিরে তারাপীঠে এখন চূড়ান্ত প্রস্তুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *