দীপককুমার দাসঃ
রবিবার সিউড়ির রবীন্দ্রসদন প্রাঙ্গণে সকালে অনুষ্ঠিত হলো বসন্ত বাতাসে নৃত্যানুষ্ঠান। সকাল সাতটায় বলাকা ক্লাব থেকে রবীন্দ্রসদন পর্যন্ত নৃত্য পরিক্রমায় অংশ নেয় এই সংস্থার প্রায় ১৮০ জন ছাত্রী। মূল অনুষ্ঠানটি হয় সকাল দশটা থেকে সিউড়ির রবীন্দ্রসদন প্রাঙ্গণে। বসন্তের নানা গানে নৃত্য পরিবেশন করে নৃত্যশিল্পীরা। নৃত্য পরিচালনা করেন নব ঊষা নৃত্যম্ কলাকেন্দ্রের প্রশিক্ষিকা দেবযানী দত্ত। এছাড়া পিছিয়ে পড়া কিশোর কিশোরীরা যাতে এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারে তার ব্যবস্থা করা হয়। পিছিয়ে পড়া কিশোর কিশোরীদের মধ্যাহ্ন ভোজনও করানো হয়। সংস্থার কর্ণধার দেবযাণী দত্ত বলেন, আজ নব ঊষা নৃত্যম্ কলাকেন্দ্রের বসন্ত উৎসব পালন করা হলো। প্রায় ১৮০ জন অংশগ্রহণ করে আজকের অনুষ্ঠানে। করোণার কারণে বন্ধ ছিল অনুষ্ঠান। দীর্ঘ দিন পর আবার অনুষ্ঠান করতে পারায় খুব খুশি ছাত্রীরা। এছাড়া পিছিয়ে পড়া কিশোর কিশোরীদের এই অনুষ্ঠানে সামিল করা হয় ।